আমাদের সম্পর্কে

ধরণঃ মিনিম্যাক্স হেলথ কেয়ার সোসাইটি একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনসেবামূলক উদ্যোগ। ফাউন্ডেশনের লক্ষ্য হল, সেবা গ্রহীতাদের কাছ থেকে নূন্যতম (Minimum) খরচ নিয়ে চিকিৎসাসেবার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স সহ সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বোচ্চ (Maximum) বেতন-ভাতা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে দৃষ্টিকোণ হতে এর নামকরণ করা হয়েছে  Minimum Maximum Health Care Society.



উদ্দেশ্যঃ নুন্যতম মাসিক/বার্ষিক ফি গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষকে ফাউন্ডেশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভর্তুকি মূল্যে মানসম্মত চিকিৎসা প্রদান করাই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। এছাড়াও, চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যে ফাউন্ডেশন নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে।



পরিকল্পনাঃ ০১ জুলাই ২০২৩ হতে প্রাথমিক পর্যায়ে রাজধানী শহরে ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে পর্যায়ক্রমে তা বিভাগ, জেলা এবং সর্বশেষ উপজেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।



পরিচালনাঃ ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্যগণের মধ্য থেকে নির্বাচিত পরিচালনা পরিষদ ফাউন্ডেশন পরিচালনা করবেন।



তহবিলঃ ফাউন্ডেশনের সদস্যদের নিকট হতে প্রাপ্ত মাসিক/বার্ষিক ফি, চিকিৎসা সেবার মূল্য (হ্রাস-কৃত), ট্রাস্টি ও আজীবন সদস্যগণের এককালীন অনুদান এবং দেশি-বিদেশী দান-অনুদান ইত্যাদি।



ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সহজে সেবা প্রদানঃ ফাউন্ডেশনের সদস্যপদ গ্রহণ, ফি পরিশোধ, ডাক্তারের এপয়েন্টমেন্ট গ্রহণ ও অনলাইনে রিপোর্ট দেখা সহ বিভিন্ন সেবা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সহজেই প্রদান করা হবে।



ফাউন্ডেশনের সদস্যদের সুবিধাঃ যেহেতু সদস্যদের প্রদত্ত ফি হতে ফাউন্ডেশনের স্বাস্থ্যব্যবস্থা গঠন করা হবে, রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সদস্যগণকে সর্বনিম্ন ৩০% এবং চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে।